প্রিন্ট এর তারিখঃ Sep 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Aug 20, 2025 ইং
মধুপুর-ধনবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে পরিচ্ছন্নতা অভিযান

টাঙ্গাইলের ধনবাড়ীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
বুধবার (২০আগস্ট) সকাল এগারোটায় ধনবাড়ী উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে একটি র্যালী ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক সহ ধনবাড়ী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
পরে দলীয় কার্যালয়ে ধনবাড়ী উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশিদুল হাসান প্লাবনের সঞ্চালনায় ও আহবায়ক লেবু’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি’র সভাপতি এস এমএ ছোবহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপনসহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এরপর উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর সভার নয়টি ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের নিয়ে র্যালি শেষে ধনবাড়ী বাসস্ট্যান্ডের ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহা সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন কার্যক্রম করেন নেতৃবৃন্দরা।
অন্যদিকে, মধুপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষ রোপন কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com